Those who do not know how to answer arguments with logic and wisdom, all they have is darkness in their minds and weapons in their hands.
Freedom of different ideology and expression is a fundamental human right. A country can never be of one religion, one belief, one caste, one tribe. I may not agree with your views but I can dedicate my life to defend your freedom of expression.Just as I have the right to believe, others also have the right to disbelieve. I might like everyone to cherish my beliefs, but I will overcome dissent with reason and love instead of threats or weapons.
But I must say one thing. It is not only the religious fundamentalism that opposes freedom of thought and expression, but also the state itself. We have seen its reflection again and again over time in the history of fifty years of our independence. From the confiscation of hundreds of books, various written and unwritten black laws have been used to suppress the voice of the public, including newspapers, radio, and television which tends to drag our progress back to where we started.
The play Monkey Trial attracted me for the above mentioned statement which poses a challenge to any open minded person. Moreover, Batighar has become accustomed to move forward along with this perceived challenge since its beginning.
The translation of this play started in March 2019. After a very long break, we started working on the play by reading the manuscript online in May 2020. Khalid Hasan Rumi, one of the members of Batighar, was its chief craftsman. My involvement to the manuscript began when it was slowly becoming a drama in his hands. It is not possible to describe the hardwork of each and every member of Batighar to pull off this play with my vocabulary.
In the end, I would like to say that the whole credit goes to the whole team if you like the play even a bit. And all the failures or criticisms are mine.
Thank you all.
In 1925, Bertram Cates, a public school teacher in Hillsborough was sued for violating the Butler Act. The Butler Act is a state law that prohibits public school teachers from teaching evolution instead of creationism in school classes. Writer, journalist and critic E.K. Hornbeck's reporting on this case grabbed intense media coverage and national attention.
Matthew Harrison Brady appeared as Prosecuting Attorney and Henry Drummond as the Defence Attorney. Through the ups and downs of various events, this case reached a landmark decision, which actually started a new chapter in the American history.
Our play "Monkey Trial" is based on the true story of America's renowned case "Scope's Monkey Trial" in 1925.
যুক্তির জবাব যারা যুক্তি দিয়ে দিতে জানে না তাদের মাথাভর্তি অন্ধকার আর হাতে থাকে চাপাতি।
ভিন্নচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা মানুষের একটি মৌলিক অধিকার। একটি দেশ কখনোই একটি ধর্মের, একটি বিশ্বাসের, একটি বর্ণের, একটি গোত্রের হতে পারে না। আপনার মতের সাথে আমি একমত নাও হতে পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। আমার যেমন বিশ্বাস করার অধিকার আছে তেমনি অন্যজনেরও অবিশ্বাস করার অধিকার আছে। স্বভাবতই আমি চাইবো সবাই আমার বিশ্বাসকে লালন করুক, কিন্তু আমি ভিন্নমতকে যুক্তি দিয়ে, ভালোবেসে জয় করবো, হুমকি-ধামকি বা অস্ত্র দিয়ে নয়।
তবে একটি কথা না বললেই নয়; মুক্তচিন্তা ও মতপ্রকাশের প্রতিপক্ষ কিন্তু শুধুমাত্র ধর্মীয় মৌলবাদ নয়, রাষ্ট্র নিজেও। আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে বারংবার দেখা গেছে তারই প্রতিফলন। শত শত গ্রন্থ বাজেয়াপ্ত থেকে শুরু করে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সহ বিবিধ প্রচার মাধ্যমের ও জন-সাধারনের কন্ঠ রোধ করতে ব্যবহার হয়েছে লিখিত অলিখিত বিবিধ কালো আইন। যা আমাদের প্রগোতিকে টেঁনে হিঁচড়ে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম।
মাংকি ট্রায়াল নাটকটি আমাকে মূলত আকৃষ্ট করেছে উপরে উল্লিখিত বক্তব্যর জন্য। যা যেকোন মুক্তচিন্তার মানুষকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয়। তাছাড়া বাতিঘর শুরু থেকেই এ ধরেণর চ্যালেঞ্জের সাথে পথ চলতে চলতে একরকম অভ্যস্ত হয়ে উঠেছে।
এই নাটকটির অনুবাদের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের মার্চ মাসে। দীর্ঘ বিরতির পর নাটকটির কাজ শুরু হয় গত বছর ২০২০এর মে মাসে অনলাইনে পান্ডূলিপি পড়ার মধ্য দিয়ে। দলের অন্যতম সদস্য খালিদ হাসান রুমি ছিল তার প্রধান কারিগর। তারই হাত ধরে পান্ডূলিপিটা যখন ধীরে ধীরে নাটক হয়ে উঠছিল তখন এর সাথে সংযুক্তি ঘটে আমার।
এই নাটকটি নামাতে বাতিঘরের প্রত্যেকটি কর্মী যে পরিশ্রম করেছে তা আমার শব্দ ভান্ডার দিয়ে বর্ণনা করা সম্ভব নয়।
পরিশেষে বলতে চাই নাটকটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগা তৈরি হয় তার পুরো কৃতিত্ব দলের সবার। আর ব্যর্থতা বা দূর্নামের সকলটাই আমার।
ধন্যবাদ সকলকে।
১৯২৫ সালে, আমেরিকার হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটস এর উপর বাটলার আইন লংঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই.কে. হর্নবেকের রিপোর্টিং এর মাধ্যমে এই মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে ৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্র্যাডি এবং আসামীপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। নাটকটি নির্মিত হয়েছে ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা "স্কোপস মাংকি ট্রায়াল" এর সত্য ঘটনা অবলম্বনে।
মূল- জেরম লরেন্স ও রবার্ট এডউইন লী
মঞ্চরূপ ও নির্দেশনা - মুক্তনীল
আলোক পরিকল্পনা - তানজিল আহমেদ
আলোক প্রক্ষেপণ - মনিরুজ্জামান ফিরোজ
মঞ্চ পরিকল্পনা - রহমান মুফিজ
মঞ্চসজ্জা - ফয়সাল মাহমুদ
মঞ্চ ব্যবস্থাপনা - নাদিয়া হক
সংগীত - সাদ্দাম রহমান
কোরিওগ্রাফি - শিশির সরকার ও মৃধা অয়োমী
পোশাক - শাহানা জয় ও রুম্মান শারু
প্রপ্স - রাজু আহমেদ
রূপসজ্জায় - রুম্মান শারু
পোস্টার - আল মামুন খোকন
অনুবাদ - খালিদ হাসান রুমি, মৃধা অয়োমী ও মুহাইমিন অঞ্জন
প্রযোজনা অধিকর্তা - শাহানা জয় ও মনিরুজ্জামান ফিরোজ
সৃজনশীল নির্দেশনা - খালিদ হাসান রুমি
# হেনরি ড্রামন্ড - মুক্তনীল
# ম্যাথিউ হ্যারিসন ব্র্যাডি - খালিদ হাসান রুমি / স্মরণ বিশ্বাস
# সারাহ ব্র্যাডি - তারানা তাবাসসুম চেরী
# বার্ট্রাম কেইটস - সঞ্জয় গোস্বামী
# ই. কে. হর্নবেক - সাদ্দাম রহমান
# টম ড্যাভেনপোর্ট - ফয়সাল মাহমুদ / রাজা আকন
# রেভারেন্ড জেরেমিয়া ব্রাউন - স্মরণ বিশ্বাস / সঞ্জয় হালদার
# রেইচেল ব্রাউন - মৃধা অয়োমী / রুম্মান শারু
# জজ - সঞ্জয় হালদার / ইয়াসির আরাফাত
# মিকার - ইয়াসির আরাফাত
# মেয়র - শৈবাল সান্যাল
# জেসি এইচ ডানল্যাপ - রুম্মান শারু
# ব্যানিস্টার - রাজু আহমেদ
# হাওয়ার্ড - রাজা আকন / রাজু আহমেদ
# জর্জ সিলার্স - আহসানুল্লাহ রিয়াজ
# মেলিন্ডা - জুবি / তাস্বীন কুসুম